Sister Nivedit

 ভগিনী নিবেদিতা

Sister Nivedita

১৮৬৭ খ্রিস্টাব্দের ২৮ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের ডানগ্যানন শহরে মার্গারেট এলিজাবেথ নোবেল জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা স্যামুয়েল রিচমন্ড নোবেল, মায়ের নাম ছিল মেরি ইসাবেলা। মাত্র দশ বছর বয়সে মার্গারেটের বাবা মারা যান। 
১৮৯৫ খ্রিস্টাব্দে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং ১৮৯৮ খ্রিস্টাব্দে ভারতে চলে আসেন। ভারতে আসার কয়েক দিন পর মা সারদা দেবীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। একই বছর ২৫ মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন "নিবেদিতা"। 
এই সময় বিবেকানন্দের কাছে ভারতের ইতিহাস, দর্শন, সাহিত্য, জনজীবন, সমাজতত্ত্ব, প্রাচীন ও আধুনিক মহাপুরুষদের জীবনকথা শুনে মার্গারেট ভারতকে চিনে নেন। 
১৯১১ সালের ১৩ অক্টোবর দার্জিলিঙে মহাসমাধি লাভ  করেন।

ভগিনী নিবেদিতার লেখা ও ওনার সম্বন্ধে লেখা কিছু বই এখানে দেওয়া হল।

বইগুলি অনলাইনে পড়তে ও PDF Download করতে নিচে ক্লিক করুনঃ-
=====================