~ সেবাব্রতী ভগিনী নিবেদিতা ~
মহামায়া দেবী
॥ ভূমিকা ॥
স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগিনী নিবেদিতার জীবন যেমন ভাব গম্ভীর, তেমনিই শিক্ষাপ্রদ। তার অসামান্য জীবনকাহিনী আমাদের কাছে নতুন আলােকের প্রেরণা দেয়।
এই গ্রন্থখানি লিখতে গিয়ে সাম্প্রতিক কালে বিভিন্ন ভাষার ‘নিবেদিতা’র যে সকল গ্রন্থ প্রকাশিত হয়েছে তার থেকে সাহায়্য পেয়েছি। বিশেষ করে নিবেদিতার ‘The master as I saw him' গ্ৰন্থখানি বিশেষ ভাবে উল্লেখযােগ্য।
মহামায়া দেবী।
Read PDF Online
===========
![[PDF] সেবাব্রতী ভগিনী নিবেদিতা – মহামায়া দেবী [PDF] সেবাব্রতী ভগিনী নিবেদিতা – মহামায়া দেবী](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZlUYPcei-uO9BozHRh-NyzEy67bVkeJQcqgAHNQZBD3uUM0O1zHKsvox3dYjYQ7jGl59lw-keuua918qd2KkEViuiZKqsZytUcD-kNkP0s1D5GN1BypzDA7Q-_acdUXC2KzgIs_zWlmVe/s16000-rw/17.jpg)
0 Comments