শ্রীশ্রীমায়ের কথা [ অখণ্ড ]

~ শ্রীশ্রীমায়ের কথা  ~

শ্রীশ্রীমায়ের কথা [ অখণ্ড ]

প্রকাশকের নিবেদন 
শ্রীশ্রীমায়ের সন্ন্যাসী ও গৃহস্থ সন্তানগণ তাঁহার নিকট আসিয়া যে-সব কথাবার্তা শুনিতেন তাহা অনেকেই নিজ নিজ ‘ডাইয়ী’তে লিখিয়া রাখিয়াছেন। তাঁহাদের কয়েক জনের বিবরণী ‘শ্রীশ্রীমায়ের কথা’ শীৰ্ষক নিবন্ধে ‘উদ্বোধনে’ ধারাবাহিকরূপে প্রকাশিত হইয়াছে। সাধারণের কল্যাণকর বিবেচনায় উহাই পুনর্মুদ্রিত হইয়া পুস্তকাকারে বাহির হইল।
স্বামী অরূপানন্দের আন্তরিক চেষ্টা ও উৎসাহেই ‘শ্ৰীশ্রীমায়ের কথা' সংগৃহীত হইয়াছিল।
‘প্রবাসী’ সম্পাদক শ্রীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় উক্ত পত্রিকায় ১৩৩১ সালের বৈশাখ সংখ্যায় শ্রীশ্রীমায়ের জীবনী সংক্ষেপে আলোচনা করিয়াছিলেন। উহা এই পুস্তকের সহিত সন্নিবিষ্ট করিবার অনুমতি প্রদান করিয়া তিনি আমাদিগকে চির কৃতজ্ঞতাপাশে আবদ্ধ রাখিয়াছেন। নিবেদনমিতি
উদ্বোধন কার্যালয় 
২১শে আশ্বিন, ১৩৩৩
প্রকাশক
এখানে ক্লিক করুনঃ-



*****