50+ Swami Vivekananda Bani in Bengali (জ্বালাময়ী বাণী)

Swami Vivekananda Bani in Bengali

Swami Vivekananda Bani in Bengali 1


অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনও তােমার পবিত্রতা, 
নৈতিকতা আর ভগবৎপ্রেমের আদর্শকে নিচু কোরাে না।
...যে ভগবানকে ভালবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। 
স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি।




Swami Vivekananda Bani in Bengali 2


আমরা চাই—জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। 
হে মহাপ্রাণ, ওঠো, জাগাে ! 
জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে—তােমার কি নিদ্রা সাজে ? 
এসাে, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, 
যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। 
জীবনে এর চেয়ে আর বড় কী আছে, এর চেয়ে মহত্তর কোন কাজ আছে ?


Swami Vivekananda Bani in Bengali 3

এসাে, মানুষ হও।
নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখাে,
সব জাতি কেমন উন্নতির পথে চলেছে।
তােমরা কি মানুষকে ভালবাস ? তােমরা কি দেশকে ভালবাস ?
তাহলে এসাে, আমরা ভাল হবার জন্য - উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি।
পেছনে চেয়াে না—অতি প্রিয় আত্মীয়স্বজন কাঁদুক;
পেছনে চেয়াে না, সামনে এগিয়ে যাও। 

Swami Vivekananda Bani in Bengali 4

যে-ধর্ম বা যে-ঈশ্বর বিধবার অশ্রুমােচন করতে পারে না
অথবা অনাথ শিশুর মুখে একমুঠো খাবার দিতে পারে না,
আমি সে-ধর্মে বা সে-ঈশ্বরে বিশ্বাস করি না।
মতবাদ যত বড়ই হােক,
যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক,
যতক্ষণ তা মত বা বইয়েই আবদ্ধ ততক্ষণ তাকে আমি ‘ধর্ম' নাম দিই না।
চোখ আমাদের পিঠের দিকে নয়, সামনের দিকে—
অতএব সামনে এগিয়ে যাও,
আর যে ধর্মকে তােমরা নিজের ধর্ম বলে গৌরব কর,
তার উপদেশগুলাে কাজে পরিণত করো।”

Swami Vivekananda Bani in Bengali 5

ভারতমাতা অন্তত সহস্র যুবক বলি চান।
মনে রেখাে—মানুষ চাই, পশু নয়।



Swami Vivekananda Quotes in Bengali

Swami Vivekananda Quotes in Bengali 6

ত্যাগ, ত্যাগ—এইটি খুব প্রচার করা চাই।
ত্যাগী না হলে তেজ হবে না।
কার্য আরম্ভ করে দাও।

Swami Vivekananda Quotes in Bengali 7


যে যা বলে বলুক, আপনার গোঁয়ে চলে যাও—
দুনিয়া তােমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই।
বলে—একে বিশ্বাস করাে, ওকে বিশ্বাস করাে;
বলি প্রথমে আপনাকে বিশ্বাস কর দিকি।



Swami Vivekananda Quotes in Bengali 8


এই নির্যাতিত ও অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে ?
কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না,
অথবা মুষ্টিমেয় কয়েকটি ধনীও একটি জাতি নয়।
আমাদের সুযােগ-সুবিধা খুব বেশি নাই -
এ - কথা অবশ্য সত্য, কিন্তু যেটুকু আছে,
তা ত্রিশ কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে—
এমনকী বিলাসিতার পক্ষেও যথেষ্ট।
 

Swami Vivekananda Quotes in Bengali 9


বড় বড় কাজ কেবল খুব স্বার্থ ত্যাগ দ্বারাই হতে পারে।
স্বার্থের প্রয়ােজন নাই, নামেরও নয়, যশেরও নয়—
তা তােমারও নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাতে
কাজে পরিণত হয়, তার চেষ্টা করাে; হে বীরহ্রদয় মহান বালকগণ ! উঠে পড়ে লাগাে !
নামযশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পিছনে চেয়াে না। স্বার্থকে একেবারে বিসর্জন
দাও ও কাজ করাে।




Swami Vivekananda Quotes in Bengali 10

...মনে রাখিও কাপুরুষ ও দুর্বলগণই পাপাচরণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও
সবলচিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ। নীতিপরায়ণ, সাহসী ও
সহানুভূতিসম্পন্ন হইবার চেষ্টা করাে।

Swami Vivekananda Speech in Bengali

Swami Vivekananda Speech in Bengali 11

মাভৈঃ মাভৈঃ। সকল হইবে ধীরে ধীরে। তােমাদের নিকট এই চাই
— হামবড়া বা দলাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মতাে বিদায় করিতে হইবে। 
পৃথিবীর ন্যায় সর্বংসহ হইতে হইবে; এইটি যদি পার, 
দুনিয়া তােমাদের পায়ের তলায় আসিবে।”
Swami Vivekananda Speech in Bengali 12

ধীর, নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুক করা নয়।
সর্বদা মনে রাখবে, নামযশ আমাদের উদ্দেশ্য নয়।


Swami Vivekananda Speech in Bengali 13

তােমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য
এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘাের হিন্দু হতে পার?
এটাই করতে হবে এবং আমরাই তা করব।
তােমরা সকলে এই কাজ করবার জন্যই এসেছ।
আপনাতে বিশ্বাস রাখাে।
প্রবল বিশ্বাসই বড় বড় কাজের জনক।
এগিয়ে যাও, এগিয়ে যাও।
মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করতে হবে
—এই আমাদের মূলমন্ত্র।
এগিয়ে যাও, বীরহৃদয় যুবকবৃন্দ!

Swami Vivekananda Speech in Bengali 14

বৎস, কোনও ব্যক্তি—কোনও জাতিই অপরকে ঘৃণা করে জীবিত থাকতে পারে না।
যখনই ভারতবাসীরা ‘ম্লেচ্ছ’ শব্দ আবিস্কার করল ও অন্য জাতির সাথে
সবরকম সংস্রব ত্যাগ করল, তখনই ভারতের অদৃষ্টে ঘাের সর্বনাশের শুরু হল।
তােমরা ভারতের দেশবাসীদের প্রতি উক্ত ভাব পােষণ সম্বন্ধে বিশেষ সতর্ক থেকো।
বেদান্তের কথা ফস্ ফস্ মুখে আওড়ানাে খুব ভাল বটে,
কিন্তু তার একটি রুদ্র উপদেশও কাজে পরিণত করা কী কঠিন।
Swami Vivekananda Speech in Bengali 15

বড় হতে গেলে কোনও জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি জিনিসের প্রয়ােজন :
(ক) সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস।
(খ) হিংসা ও সন্দিগ্ধভাবের একান্ত অভাব।
(গ) যারা সৎ হতে বা সৎ কাজ করতে সচেষ্ট, তাদেরকে সহায়তা।
কোনও ব্যক্তির বা কোনও কিছুর জন্য অপেক্ষা কোরাে না।
যা পার করে যাও, কারও উপর কোনও আশা রেখাে না।


Swami Vivekananda Education Quotes in Bengali


Swami Vivekananda Education Quotes in Bengali 16
ওঠো, জাগাে, যতদিন না লক্ষ্যস্থলে পৌচচ্ছ, থেমাে না।
জাগাে, জাগাে, দীর্ঘ রজনী প্রভাতপ্রায়।
দিনের আলাে দেখা যাচ্ছে। মহাতরঙ্গ উঠেছে।
কিছুতেই তার বেগ রােধ করতে পারবে না।
...উৎসাহ বৎস, উৎসাহ—প্রেম বৎস, প্রেম।
বিশ্বাস, শ্রদ্ধা। আর ভয় কোরাে না,
সবচেয়ে গুরুতর পাপ—ভয় ?

Swami Vivekananda Education Quotes in Bengali 17
কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেয়াে না, কাজ সামান্য থেকেই বড় হয়।
সাহস অবলম্বন করাে। নেতা হতে যেয়াে না, সেবা করাে।
নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবনসমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে।
এ-বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ
মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করাে।”


Swami Vivekananda Education Quotes in Bengali 18

নিজের ভিতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করাে, আর চারিদিকে বিস্তার করতে থাকে।
উঠে পড়ে কাজে লাগাে। নেতৃত্ব করার সময় সেবকভাবাপন্ন হও,
নিস্বার্থপর হও; আর একজন গােপনে অপরের নিন্দা করছে, তা শুনাে না।
অনন্ত ধৈর্য ধরে থাকো, সিদ্ধি তােমার করতলে।

Swami Vivekananda Education Quotes in Bengali 19
হে বীরহৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও।
টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও,
তােমার তাে প্রেম আছে ? ভগবান তাে তােমার সহায় আছেন ?
অগ্রসর হও, তােমার গতি কেউ রােধ করতে পারবে না।

Swami Vivekananda Education Quotes in Bengali 20
খুব খাটো। সম্পূর্ণ পবিত্র হও - উৎসাহাগ্নি আপনিই জ্বলে উঠবে।

Speech of Swami Vivekananda in Bengali



Speech of Swami Vivekananda in Bengali 21
প্রেম ও সহানুভূতিই একমাত্র পন্থা। ভালবাসাই একমাত্র উপাসনা।

Speech of Swami Vivekananda in Bengali 22

হে বীরহৃদয় যুবকগণ, তােমরা বিশ্বাস করাে যে,
তােমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ।
কুকুরের ‘ঘেউ ঘেউ’ ডাকে ভয় পেয়াে না
—এমনকী আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেয়াে না
—খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করাে।


Speech of Swami Vivekananda in Bengali 23
হঠাৎ কিছু করে ফেলা উচিত নয়।
পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যবসায়—
এই তিনটি, সর্বোপরি প্রেম সিদ্ধিলাভের জন্য একান্ত আবশ্যক।
তােমার সামনে তাে অনন্ত সময় পড়ে আছে,
অতএব তাড়াতাড়ি হুড়ােহুড়ির কোনও প্রয়ােজন নেই।
তুমি যদি পবিত্র ও অকপট হও, সবই ঠিক হয়ে যাবে।
তােমার মতাে শত শত যুবক চাই,
যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং
যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে।


Speech of Swami Vivekananda in Bengali 24

পরােপকারই জীবন, পরহিতচেষ্টার অভাবই মৃত্যু।
শতকরা নব্বই জন নরপশুই মৃত, প্রেত-তুল্য,
কারণ হে যুবকবৃন্দ, যার হৃদয়ে প্রেম নাই, সে মৃত ছাড়া আর কী ?
হে যুবকবৃন্দ, দরিদ্র,
অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তােমরা প্রাণে প্রাণে অনুভব করাে,
সেই অনুভবের বেদনায় তােমাদের হৃদয় রুদ্ধ হােক,
মাথা ঘুরতে থাকুক, তােমাদের পাগল হয়ে যাবার উপক্রম হােক।


Speech of Swami Vivekananda in Bengali 25
..বল, আমি সব করতে পারি। নেই নেই বললে সাপের বিষ নেই হয়ে যায়।


Quotes of Swami Vivekananda in Bengali


Quotes Swami Vivekananda in Bengali 26

খবরের কাগজের আহাম্মকি বা কোনও প্রকার সমালােচনার দিকে মন দিও না।
মন মুখ এক করে নিজের কর্তব্য করে যাও
- সব ঠিক হয়ে যাবে। সত্যের জয় হবেই হবে!

Quotes Swami Vivekananda in Bengali 27



..মনে রেখাে—মেয়ে-মন্দ দুই চাই,
আত্মাতে মেয়ে-পুরুষের ভেদ নেই।
...হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই
- যারা আগুনের মতাে হিমাচল থেকে কন্যাকুমারী
—উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে।
ছেলেখেলার কাজ নেই—ছেলেখেলার সময় নেই—
যারা ছেলেখেলা করতে চায়, তফাত হও এই বেলা;
নইলে মহা আপদ তাদের।


Quotes Swami Vivekananda in Bengali 28

মহা হুঙ্কারের সহিত কার্য আরম্ভ করে দাও। 
ভয় কী ? কার সাধ্য বাধা দেয় ?
...ডর ? কার ডর ? কাদের ডর ?

Quotes Swami Vivekananda in Bengali 29
কারও উপর হুকুম চালাবার চেষ্টা করাে না -
যে অপরের সেবা করতে পারে,
সে-ই যথার্থ সর্দার হতে পারে।
যতদিন না শরীর যাচ্ছে, অকপটভাবে কাজে লেগে থাকে।
আমরা কাজ চাই - নামযশ টাকাকড়ি কিছু চাই না। "


Quotes Swami Vivekananda in Bengali 30

যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ-সাধন-স্পৃহা বর্তমান নাই,
সে সন্ন্যাসীই নয়—সে তাে পশু মাত্র !


 Bani of Swami Vivekananda in Bengali


Bani of Swami Vivekananda in Bengali 31

যারা লক্ষ লক্ষ দরিদ্র ও নিষ্পেষিত নরনারীর বুকের
রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং
বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও তাদের কথা
একটিবার চিন্তা করবার অবসর পায় না
—তাদের আমি বিশ্বাসঘাতক’ বলি।

Bani of Swami Vivekananda in Bengali 32

আমার দৃঢ় ধারণা—কোনও ব্যক্তি বা জাতি অন্য জাতি থেকে
নিজেকে সম্পূর্ণ আলাদা রেখে বাঁচতে পারে না।
আর যেখানেই শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বা নীতিসম্বন্ধীয়
ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এমন চেষ্টা করা হয়েছে,
যেখানেই কোনও জাতি নিজেকে পৃথক রেখেছে,
সেখানেই তার পক্ষে ফল অতিশয় শােচনীয় হয়েছে।

Bani of Swami Vivekananda in Bengali 33

তােমরা যদি আমার সন্তান হও, তবে তােমরা কিছুই ভয় করবে না।
কিছুতেই তােমাদের গতিরােধ করতে পারবে না।
তােমরা সিংহতুল্য হবে। ভারতকে - সমগ্র জগৎকে জাগাতে হবে।
এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না বুঝলে?
মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে
আমি যেমন দেখাচ্ছি, করে যেতে হবে
—তবে তােমার সিদ্ধি নিশ্চিত।


Bani of Swami Vivekananda in Bengali 34

কায়মনােবাক্য ‘জগদ্ধিতায়’ দিতে হইবে।
পড়েছ, ‘মাতৃদেবাে ভব, পিতৃদেবাে ভব’;
আমি বলি, ‘দরিদ্রদেবাে ভব, মূর্খদেবাে ভব’।
দরিদ্র, মুখ, অজ্ঞানী, কাতর—
ইহারাই তােমার দেবতা হউক,
ইহাদের সেবাই পরমধর্ম জনিবে।



Bani of Swami Vivekananda in Bengali 35

অন্ন! অন্ন ! যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না,
তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন
—এ আমি বিশ্বাস করি না। ভারতকে ওঠাতে হবে,
গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে,
আর পৌরােহিত্যের পাপ দূর করতে হবে।
আরও খাদ্য, আরও সুযােগ প্রয়ােজন।

Swami Vivekananda quotes


Swami Vivekananda quotes 36

আদান-প্রদানই প্রকৃতির নিয়ম;
ভারতকে যদি আবার উঠতে হয় তবে তাকে
নিজের ঐশ্বর্য-ভাণ্ডার খুলে দিয়ে
পৃথিবীর সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে
এবং পরিবর্তে অপরে যা কিছু দেয়,
তাই নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
সম্প্রসারণই জীবন - সঙ্কীর্ণতাই মৃত্যু;
প্রেমই জীবন—দ্বেষই মৃত্যু।


Swami Vivekananda quotes 37

বৎস, ভয় পেয়াে না। উপরে
তারকাখচিত অসীম আকাশের
দিকে সভয়ে তাকিয়ে মনে কোরাে
না, ওটা তােমাকে পিষে ফেলবে।
অপেক্ষা করাে,দেখবে -
অল্পক্ষণের মধ্যে দেখবে, সবই
তােমার পদতলে। টাকায় কিছুই
হয় না, নামেও হয় না, যশেও না,
বিদ্যায়ও কিছু হয় না, ভালবাসায়
সব হয়—চরিত্রই বাধা বিঘ্নের বজ্র
দৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে
নিতে পারে।


Swami Vivekananda quotes 38

যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়,
সে কি নিজে স্বাধীনতা পাবার যােগ্য?
আসুন, আমরা বৃথা চিৎকারে শক্তিক্ষয় না
করে ধীরভাবে মানবতার সাথে কাজে লেগে যাই।
আর আমি পুরােপুরি বিশ্বাস করি যে,
কেউ কিছু পাবার ঠিক ঠিক উপযুক্ত হলে
জগতের কোনও শক্তিই তাকে তার
প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারবে না।
আমাদের জাতীয়-জীবন অতীতে মহৎ ছিল,
তাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে,
আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত।



Swami Vivekananda quotes 39


এসাে, আমাদের মধ্যে প্রত্যেকে দিবারাত্র দারিদ্র,
পৌরােহিত্য-শক্তি এবং
প্রবলের অত্যাচারে নিপীড়িত ভারতের লক্ষ লক্ষ
পদদলিতের জন্য প্রার্থনা করি ;
দিনরাত তাদের জন্য প্রার্থনা করাে।
বড়লােক ও ধনীদের কাছে আমি ধর্মপ্রচার করতে চাই না।
আমি তত্ত্বজিজ্ঞাসু নই, দার্শনিকও নই, না, না
—আমি সাধুও নই। আমি গরিব -
গরিবদের আমি ভালবাসি।



Swami Vivekananda quotes 40

যতদিন ভারতের কোটি কোটি লােক দারিদ্র
ও অজ্ঞানান্ধকারে ডুবে রয়েছে,
ততদিন তাদের পয়সায় শিক্ষিত
অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না,
এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি।
..যতদিন ভারতের বিশ কোটি লােক ক্ষুধার্ত পশুর মতাে থাকবে,
ততদিন যেসব বড়লােক তাদের পিষে টাকা রােজগার
করে জাঁকজমক করে বেড়াচ্ছে অথচ তাদের
জন্য কিছু করছে না,
আমি তাদের হতভাগা পামর বলি।

Swami Vivekananda Speech


Swami Vivekananda Speech 41

প্রত্যেক জাতির জীবনে একটি করে মূল প্রবাহ থাকে।
ধর্মই ভারতের মূল স্রোত: তাকে শক্তিশালী করা হােক,
তবেই পার্শ্ববর্তী অন্যান্য স্রোতগুলিও তার সঙ্গে সঙ্গে চলবে।



Swami Vivekananda Speech 42
সবসময় তােমাদের এটা মনে রাখা বিশেষ দরকার যে,
প্রত্যেক জাতকে এবং
প্রত্যেক ব্যক্তিকে নিজের চেষ্টায় নিজের উদ্ধারসাধন করতে হবে।
সুতরাং অপরের কাছে সাহায্যের প্রত্যাশা কোরাে না।"



Swami Vivekananda Speech 43

ভগবানের কাছে প্রার্থনা করি,
আমার ভেতরে যে আগুন জ্বলছে,
তা তােমাদের ভেতর জ্বলে উঠুক,
তােমাদের মন মুখ এক হােক—
ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে।
তােমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতাে মরতে পার
—এই সবসময় বিবেকানন্দের প্রার্থনা।


Swami Vivekananda Speech 44


আমি এমন কোনও পথ পাইনি, যা সকলকে খুশি করবে;
সুতরাং আমি স্বৰূপতঃ যা, তাই-ই আমাকে থাকতে হবে—
আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে।
 ‘যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধনসম্পত্তি নশ্বর, নামযশও নদর,
এমনকী পর্বতও চূর্ণবিচূর্ণ হয়ে ধুলােয় পরিণত হয় ;
বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী।



Swami Vivekananda Speech 45

গােড়াতেই একেবারে বড় বড় পরিকল্পনা খাড়া কোরাে না,
ধীরে ধীরে আরম্ভ করাে।
যে-মাটিতে দাঁড়িয়ে রয়েছ, সেটা কত শক্ত,
তা বুঝে অগ্রসর হও,ক্রমে ওপরে ওঠবার চেষ্টা করাে। '

Swami Vivekananda Bani


Swami Vivekananda Bani 46


ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে,
সেভাবে কাজ করা উচিত,
আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভাল হয়,
তবে হয়তাে মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে
নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে।
দেহ-মন-প্রাণ দিয়ে সর্বান্তঃকরণে আমাদের কাজে লেগে যেতে হবে।
একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না
আমরা আর কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি,
ততদিন আমরা কোনও কালে আলাে দেখতে পাব না।"


Swami Vivekananda Bani 47

জগতের ইতিহাসে কি কখনও এরূপ দেখা গেছে যে,
ধনীদের দিয়ে কোনও বড় কাজ হয়েছে?
হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল
যা কিছু বড় কাজ হয়েছে - টাকা দিয়ে নয়।


Swami Vivekananda Bani 48


এইটি জেনে রেখাে যে, যখনই তুমি সাহস হারাও,
তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছ তা নয়,
কাজেরও ক্ষতি করছ।
অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতালাভের একমাত্র উপায়।


Swami Vivekananda Bani 49

চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি।
এই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোেক যদি কাজে লাগে,
তবে দুনিয়া ওলটপালট হয়ে যায়।


Swami Vivekananda Bani 50

‘সত্যমেব জয়তে নানৃতম।'
মিথ্যার সামান্য প্রলেপ থাকলে সত্যপ্রচার সহজ হয়
বলে যারা মনে করেন, তারা ভ্রান্ত।
কালে তারা বুঝতে পারেন যে, বিষ
—এক ফোঁটা মিশে গেলেও সমস্ত খাবার দূষিত করে ফেলে।
যে পবিত্র ও সাহসী সে-ই জগতে সব কাজ করতে পারে।”



Swami Vivekananda Bani 51

ধর্মেই ভারতের জীবনীশক্তি।
যতদিন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে
উত্তরাধিকারসূত্রে পাওয়া জ্ঞান না ভুলে যাচ্ছে,
ততদিন জগতে কোনও শক্তি তাদের ধ্বংস করতে পারবে না।
==================================================

Post a Comment

0 Comments