“এঁর জিভে যেন সরস্বতী বসে আছেন।” ~ স্বামী ভাস্করানন্দ

 “এঁর জিভে যেন সরস্বতী বসে আছেন।”

“এঁর জিভে যেন সরস্বতী বসে আছেন।”

কথাপ্রসঙ্গে স্বামী ভাস্করানন্দ স্বামীজীকে বলেছিলেন যে, কোন ব্যক্তি সম্পূর্ণভাবে কাম-কাঞ্চন ত্যাগ করতে পারে কি না সন্দেহ। শ্রীরামকৃষ্ণের দৃষ্টান্ত ও শিক্ষা স্মরণে রেখে স্বামীজী যুক্তিপূর্ণ বাক্যে দৃঢ়তার সঙ্গে এই মত পোষণ করেছিলেন যে, সন্ন্যাস জীবনের ভিত্তিই হল কাম-কাঞ্চন ত্যাগ, এবং তিনি এরকম ব্যক্তি নিজে দেখেছেন, যিনি সম্পূর্ণভাবে কাম-কাঞ্চন-আসক্তি ত্যাগ করতে পেরেছেন। বৃদ্ধ সন্ন্যাসী তাঁর কথা মেনে নেননি। কিন্তু স্বামীজীর বাগ্মিতার প্রশংসা করে উপস্থিত অন্য ব্যক্তিদের বলেছিলেন : “এঁর জিভে যেন সরস্বতী বসে আছেন।” বহু বৎসর পরে স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শুদ্ধানন্দর সঙ্গে ভাস্করানন্দজীর দেখা হলে তিনি তাদের বিবেকানন্দের গুরুভাই ও শিষ্য জেনে বিশেষ সম্মান করেন এবং স্বামীজীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু স্বামীজীর পক্ষে যাওয়া সম্ভব হয়নি -  তিনি সংস্কৃতে ভাস্করানন্দজীকে একটি পত্র লিখে দেন শুধু। ভাস্করানন্দজী কিন্তু কখনই জানতে পারেননি যে, সেদিনের সেই যুবকই বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ।

গ্রন্থসূত্রঃ- পরিব্রাজক স্বামীজী : দেশে ও বিদেশে (বরানগর মঠ থেকে শিকাগো )

                প্রকাশক-রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার

পৃষ্ঠাঃ ১৩

Post a Comment

0 Comments