শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী (তৃতীয় ভাগ)- শ্রী মহেন্দ্রনাথ দত্ত [ PDF ]

 শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী ~তৃতীয় ভাগ 

-: শ্রী মহেন্দ্রনাথ দত্ত :-

শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী (তৃতীয় ভাগ)- শ্রী মহেন্দ্রনাথ দত্ত

পরিচয়

 শ্রীমৎ বিবেকানন্দ স্বামিজীর জীবনের ঘটনাবলীর তৃতীয় ভাগ প্রকাশিত হইল। এই গ্রন্থে স্বামিজীর ভারতবর্ষ পরিত্যাগ হইতে লণ্ডনে গমন পর্যন্ত বিবৃত হইয়াছে এবং তৎসঙ্গে আলমবাজার মঠের অবস্থা ও ভারতবর্ষের জাগরণের আভাষও দেওয়া হইয়াছে। আমেরিকায় যাইয়া স্বামিজীকে কিরূপে নানা সম্প্রদায়ের সহিত বিবাদ করিতে হইয়াছিল তাহাই পাঠক এই পুস্তক পাঠে হৃদয়ঙ্গম করিতে পারিবেন। শক্তির বিকাশ করিতে হইলে কিরূপ তপস্যার প্রয়ােজন হয় এবং সেই তপস্যা-সঞ্চিত শক্তি কিরূপে নানা বাধা-বিঘ্ন উত্তীর্ণ করাইয়া মানবকে স্বীয় অভীষ্ট বস্তু লাভ করাইয়া দেয় সেই বিষয় পাঠক স্বামিজীর জীবনী পাঠে প্রত্যক্ষ দেখিতে পাইবেন ভারতবর্ষে আবহমান কাল হইতে দুইটি বাণী সকলের হৃদয় অধিকার করিয়া বসিয়াছে --শ্রদ্ধা ও তপস্যা। যে কোন অবতার বা মহাপুরুষ বা লেখক হউন না কেন, তাহারা মানবের ভিতর এই শ্রদ্ধা ও তপস্যার ভাব উদ্ভূত করিবার জন্য প্রাণপাত চেষ্টা করিয়াছেন। এই শ্রদ্ধা ও তপস্যার উপর জীব বা জাতীয় জীবন নির্ভর করে। যাহারা ভারতবর্ষের ইতিহাস আলােচনা করিয়াছেন তাঁহারা সকলেই জানেন যে, যেদিন হইতে ভারতবাসীরা নিজেদের উপর শ্রদ্ধা হারাইলেন সেইদিন হইতে তাহাদের অধঃপতনের সূত্রপাত হইল। বুদ্ধদেবের পর হইতে সমস্ত ভারতবর্ষের ভিতর ভারতের প্রাণ-প্রতিষ্ঠা করিবার মত মহাপুরুষ এক শ্রীরামকৃষ্ণদেব ব্যতীত আর কেহ জন্মগ্রহণ করেন নাই। অবশ্য নানা স্থানে মহাপুরুষের আবির্ভাব হইয়াছিল সত্য কিন্তু তাহাদের ভিতর কেহই সমস্ত ভারতবর্ষের ভিতর প্রাণ-প্রতিষ্ঠা করিবার সুযােগ পান নাই। ভারতবর্যের যে একটি মহান্ বিরাট সভ্যতা আছে এবং তাহার নিকট হইতে অন্যান্য জাতির যে বিশেষ শিক্ষালাভ করিবার জিনিস আছে, সেই বিষয়টি জগৎসভার সমক্ষে সগর্বে সিংহবিক্রমে প্রচার করিবার শক্তি একমাত্র স্বামী বিবেকানন্দের জীবনে দেখিতে পাই। আমি এইস্থলে আমার নিজের মত প্রকাশ করিলাম। আমার নিজের পূর্ণ বিশ্বাস যে বর্তমান-ভারতের সমস্যা সমাধান করিবার একমাত্র জীবনী-স্বামী বিবেকানন্দ।

চল্লিশ বৎসর পূর্বে ভারতবর্ষের লােকের ভিতর একটি মহা বিষাদ ও নৈরাশ্যের ভাব লক্ষিত হইত, তখন ব্যক্তিত্ব বা জাতিত্ব রসিয়া বিশেষ কিছুই ছিল না। কিন্তু স্বামিজীর অদ্ভুত ব্যক্তিত্বই প্রথম জাতিত্বকে প্রণয়ন করিল। বস্তুতঃ স্বামীজীর আগমনের পর হইতেই ভারতবর্ষের ভিতর জাতীয় ভাব প্রথম প্রস্ফুটিত হইল। এই পুস্তক প্রকাশে যদি জ্ঞানী, ধ্যানী ও কর্মীর কিছুমাত্রও উপকার হয় তাহা হইলেই শ্রম সফল হইল মনে করিব। এই পুস্তক প্রকাশে স্বামিজীর জীবনীর তৃতীয় ভাগ হইতে সামান্য সাহায্য গ্রহণ করিয়াছি তজ্জন্য গ্রন্থকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। 

ইতি                                                            শ্রীবসন্তকুমার চট্টোপাধ্যায়

কলিকাতা 

১০ই আষাঢ়, ১৩৩৩

Read PDF Online

==================================================

Post a Comment

0 Comments