শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী ~দ্বিতীয় ভাগ
-: শ্রী মহেন্দ্রনাথ দত্ত :-
পরিচয়
শ্রীমৎ বিবেকানন্দ স্বামিজীর জীবনের ঘটনাবলীর দ্বিতীয় ভাগ প্রকাশিত হইল। শ্রীশ্রীরামকৃষ্ণদেবের স্বহস্তে গঠিত সাধকের জীবন ও সাধনমার্গে উত্তরােত্তর মন কিরূপ পরিবদ্ধিত হয় তাহারই কিঞ্চিৎমাত্র আভাষ এই গ্রন্থে দেওয়া হইয়াছে। শ্রীশ্রীরামকৃষ্ণদেবকে আদর্শ করিয়া তাহার আশ্রিত সাধক-মণ্ডলী কিরূপ কঠোর তপস্যা করিয়াছিলেন এবং পরস্পরের প্রতি কিরূপ অকপট ভালবাসা ও শ্রদ্ধা ভক্তি ছিল তাহাই দেখান এই গ্রন্থের উদ্দেশ্য। বাদানুবাদ, মতামতি বা ঘটনার তারতম্যে বিশেষ কিছু আসিয়া যায় না। সাধকই সাধকের জীবন উপলব্ধি করিতে পারেন। বিপরীত ভাবের ভিতর একভাব, অনন্তস্রোত আবহমানকাল হইতে চলিতেছে। আদিকালের সাধক ও বর্তমান কালের সাধক একই, কোনরূপ তারতম্য হয় না। সাধক জীবনী হইতেছে ধারাবাহি তপস্যাসূত্রের ভিন্ন ভিন্ন রুদ্রাক্ষগুলিকা। এই গ্রন্থ পাঠে যদি কোন সাধক বা গৃহীর কোন উপকার হয় তাহা হইলে এই গ্রন্থ প্রকাশের উদ্দেশ্য ও শ্রম সার্থক হইল মনে করিব। ইতি :
কলিকাতা, ১৪ই অগ্রহায়ণ ১৩৩২।
শ্রীবসন্তকুমার চট্টোপাধ্যায়।
Read PDF Online
==================================================
![শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী (দ্বিতীয় ভাগ)- শ্রী মহেন্দ্রনাথ দত্ত [PDF] শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী (দ্বিতীয় ভাগ)- শ্রী মহেন্দ্রনাথ দত্ত [PDF]শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী (দ্বিতীয় ভাগ)- শ্রী মহেন্দ্রনাথ দত্ত [PDF]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfVek5T3ejMqkCkEPnjMbJTChpERBXTDZJYkwprJSLpj9QHUcKeX2kHULJ5qt3ejI0AHEIHmeIONHqdnYjf1TCOvEyMJFSUAAjyNzCigAL3NEcanxix6w1ZNF_XapE-gAEOtyLkJxjJTFg/s16000-rw/38.jpg)
0 Comments