[PDF] বিশ্বজয়ী বিবেকানন্দ – শ্রীমতী গুপ্ত

~  বিশ্বজয়ী বিবেকানন্দ ~  

শ্রীমতী গুপ্ত

[PDF] বিশ্বজয়ী বিবেকানন্দ – শ্রীমতী গুপ্ত

ভুমিকা 


শ্রী শ্রী ঠাকুর বলতেন, ‘বড় বড় মহাপুরুষদের মধ্যে একটা করে জ্ঞানসূর্য থাকে, আর নরেনের মধ্যে তেমন আঠাৱােটা জ্ঞানসূর্য আছে।’ সেই বিশ্বজয়ী বেদান্তের গুরু স্বামী বিবেকানন্দের জীবনকথা এই সামান্য পুস্তকে লিপিবদ্ধ করতে চাওয়া ধৃষ্টতা। তবুও মনের আগ্রহকে দমন করতে না পেরে এই কঠিন সাধনায় ব্রতী হয়েছি। ভালাে-মন্দের ভার অর্পণ করলাম সেই করুণাময়ের শ্রীচরণে, যিনি তাঁর সৃষ্টির সব ভালাে-মন্দের অধিকর্তা। এই পুস্তক রচনার সকল কৃতিত্ব টুকু তাঁদের, যে সকল খ্যাতিমান লেখক-লেখিকারা আমার আগে স্বামিজীর মহাজীবনী রচনা করেছেন। তাঁদের সকলের কাছে নত মস্তকে অকপট চিত্তে ঋণ স্বীকার করছি। আর আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি বিশ্ব বিবেক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে।
শ্রীমতী গুপ্ত

Read PDF Online

Post a Comment

0 Comments