~ পরমা প্রকৃতি সারদা ~
মনি বাগচি
ভূমিকা
পরমা প্রকৃতি সাদা।
রামকৃষ্ণদেবের সহধর্মিনী সারদামণি একাধারে সন্ন্যাসিনী ও ভারতীয় নারীসমাজের আদর্শ। নিবেদিতা বলতেন, ভারতীয় নারীকূলের আদর্শের শেষ কথা সারদাদেবী। তিনি যেমন এক প্রাচীন আদর্শের শেষ উদাহরণ আবার অন্যদিকে এক নতুন আদর্শের তিনিই প্রথম উদাহরণ। জ্ঞান ও মাধুর্য, সরলতা ও পবিত্রতার প্রতিমূর্তি ছিলেন শ্রীমা সারদা। কোমলতা ও কৌতুক প্রিয়তাও তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তিনি রামকৃষ্ণদেবকে শুধু স্বামী, এমন কি, সাধারণ দেবতা হিসেবে দেখতেন না। তার দৃষ্টিতে রামকৃষ্ণ ছিলেন ভগবান।
জীবের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছিলেন রামকৃষ্ণ, শক্তি-স্বরূপিনী সারদাদেবীও তার সঙ্গে এসেছিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন দু’জনেই অভিন্ন। রামকৃষ্ণের জীবনকথা তােমরা পাঠ করেছ, এইবার মায়ের পুণ্য জীবনকাহিনী তােমাদের জীবনে এনে দিক এক নতুন প্রেরণা, নতুন আলাে।
মণি বাগচি
Read PDF Online
=============
0 Comments