[Ebook] বীরেশ্বর বিবেকানন্দ (দ্বিতীয় খন্ড) – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

বীরেশ্বর বিবেকানন্দ ~দ্বিতীয় খন্ড 

দ্বিতীয় খন্ড
-  অচিন্ত্যকুমার সেনগুপ্ত -
[Ebook] বীরেশ্বর বিবেকানন্দ (দ্বিতীয় খন্ড) – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

ভুমিকা

জন্ম থেকে শুরু করে আমেরিকায় রওনা হওয়া পর্যন্ত প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড আমেরিকা জয় করে ইংল্যান্ডে প্রথম পাড়ি। 
‘ইংল্যান্ড আমরা ধর্মবলে জয় করব, অধিকার করব ধর্মবলে। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। সভাসমিতি করে কি এ দুর্দান্ত অসুরের হাত থেকে উদ্ধার করা যাবে। অসুরকে দেবতা করতে হবে। আমার এই এখন মহামন্ত্র, ইংল্যান্ড বিজয়, ইউরােপ বিজয়। তাতেই দেশের কল্যাণ। বিস্তারই জীবনের চিহ্ন। আমাদেরও সমস্ত জগৎ জুড়ে আমাদের ধর্মাদর্শগুলি প্রচার করতে হবে।’ 
সমস্ত জগৎকে বলতে হবে হিন্দুর ঈশ্বর সর্বভূতময়, সর্বভূতের অন্তরাত্মা। মানুষ ছাড়া তিনি কিছু নন। সমত্বদর্শনই হিন্দু ঈশ্বর-আরাধনা। যে আত্মসাদৃশ্যে সর্বত্র সমান দেখে সেই ঈশ্বরে পরমযুক্ত। তাই হিন্দু, বেদান্তই বিশ্বপ্রেমের ভিত্তি। মনুষ্যপ্রীতিই ঈশ্বর ভক্তির মূল।

বহুরূপে সম্মুখে তােমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর।
জীবে প্রেম করে যেই জন সেই জন পুজিছে ঈশ্বর। 

‘ওরে ধর্ম কর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই, পেট হচ্ছেন সেই কূর্ম। একে আগে ঠাণ্ডা না করলে তাের ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না পেটের চিন্তাতেই ভারত অস্থির। খালি পে ধৰ্ম হয় না, বলতেন না গুরুদেব ? ঐ যে গরিবগুলাে পশুর মত জীবনযাপন করছে, আমরা আজ চার যুগ ধরে ওদের রক্ত চুষে খেয়েছি আর দুপা দিয়ে দলেছি। এরা না উঠলে দেশ জাগবে না। একটা অঙ্গ পড়ে গেলে অন্য অঙ্গগুলি সবল থাকলেও ঐ দেহ দিয়ে কোনাে বড় কাজ হয় না। তােরা সব কী করলি বল দেখি? পরার্থে একটা জন্ম দিয়ে দিতে পারলি না? আর জন্মে এসে বেদান্তফেদান্ত পড়িস-এবার পরসেবায় দেহটা দিয়ে যা।’
 বিবেকানন্দের ডাক তাই পরম বিস্তারের ডাক। বিবেকানন্দের গৌরব সত্যের গৌরব, প্রেমের গৌরব, মঙ্গলের গৌরব, কঠিনবীর্য নির্ভীক আত্মোৎসর্গের গৌরব।

অচিন্ত্যকুমার

Read PDF Online
দ্বিতীয় খন্ড
==================================================

Post a Comment

0 Comments