[PDF] স্বামী বিবেকানন্দের জীবনী ও বানী – ব্রহ্মচারী স্বরুপানন্দ

 ~ স্বামী বিবেকানন্দের জীবনী ও বানী  ~

ব্রহ্মচারী স্বরুপানন্দ

[PDF] স্বামী বিবেকানন্দের জীবনী ও বানী – ব্রহ্মচারী স্বরুপানন্দ

লেখকের নিবেদন 

যুগাবতার পরমপুরুষ রামকৃষ্ণের সান্নিধ্যে এসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সংশয়বাদী ও নাস্তিক তরুণ নরেন্দ্রনাথ দত্ত উত্তরকালে স্বামীজী-রূপে (স্বামী বিবেকানন্দ) সারা বিশ্বে পরিচিত হয়ে ছিলেন। বিশ্বের যেখানেই তিনি গিয়েছিলেন, সেখানেই তিনি জুলিয়াস সীজারের মতাে বলতে পারতেন, ভিনি, ভিদি, ভিসি, দিলাম, দেখলাম, জয় করলাম। আধ্যাত্মিক জগতের এই জুলিয়াস সীজারের জীবনের পূর্ণাঙ্গ ইতিহাস দেওয়া খুবই দুরূহ। তবু সাধারণ পাঠক-পাঠিকার জন্যে স্বল্পায়তন পুস্তকে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, তার আদর্শ ও বাণী লিপিবদ্ধ করতে চেষ্টা করেছি। কতােখানি সার্থক হয়েছি, তা পাঠক-পাঠিকারাই বিচার করবেন।
দ্রুত মুদ্রণ কার্য সমাপ্ত করার ফলে বইখানিতে কিছু কিছু মুদ্রণ-প্রমাদ ও ত্রুটি-বিচ্যুতি থাকা অসম্ভব নয়। বইখানির সর্বাঙ্গীণ উন্নতিকল্পে সহৃদয় পাঠক-পাঠিকাদের কাছে সহযােগিতা, উপদেশ ও পরামর্শ কামনা করি। 

ইতি - 
লেখক

সূচীপত্র

১. বংশ : জন্ম : শৈশব
২. শিক্ষাঃ কৈশোর 
৩. কলেজ ও শিক্ষা : পথের সন্ধান 
৪. নরেনের সিদ্ধিলাভ-ঠাকুরের তিরােধান 
৫. ভাবত-পরিক্রমা 
৬. আমেরিকার পথে—বিশ্বধর্ম-মহাসম্মেলন 
৭. আমেরিকায় দু বছর 
৮. ইংলণ্ডে 
৯. আবার আমেরিকায় 
১০. আবার ইংলন্ডে—ইউরোপে 
১১. ভারতের পথে 
১২. বিজয়-উৎসব 
১৩. কর্মক্ষেত্র বাংলা-রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা 
১৪. উত্তর ভারতে 
১৫. আবার বাংলাদেশে 
১৬. হিমালয়ের পথে
১৭. বেলুড় ও কলকাতায় 
১৮. আবার আমেরিকায় ও ইউরােপে 
১৯. পূর্ববঙ্গে ও আসামে 
২০. মঠে
২১. মধ্যাহ্নে সূর্যাস্ত : মহাসমাধি

ঘটনাপঞ্জী

Read PDF Online

==================================================

Post a Comment

0 Comments