জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর ~ স্বামীজীর আহ্বান

জীবই শিব।

জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর ~ স্বামীজীর আহ্বান

জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর 


আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে, জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন; তাছাড়া ঈশ্বর-ফিশ্বর কিছুই আর নেই।–“জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।' ৯|২৩৭
******
যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন, তাঁহাকে তাঁহার সন্তানগণের সেবা করিতে হইবে। শাস্ত্রে উক্ত হইয়াছে, যাঁহারা ভগবানের দাসগণের সেবা করেন, তাঁহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস।

...আর যদি কেহ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেবমন্দির আছে, সব দেখিয়া থাকে, সব তীর্থ দর্শন করিয়া থাকে, সে যদি [ফোঁটা কাটিয়া] চিতাবাঘের মতাে সাজিয়া বসিয়া থাকে, তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত। ৫|৩৬
******
সাক্ষাৎ ভগবান নর-নারায়ণের—মানবদেহধারী হরেক মানুষের পুজো করূগে—বিরাট আর স্বরাট। বিরাটরূপ এই জগৎ, তার পূজো মানে তাঁর সেবা—এর নাম কর্ম।...ক্রোর টাকা খরচ করে কাশী-বৃন্দাবনের ঠাকুরঘরের দরজা খুলছে আর পড়ছে। এই ঠাকুর কাপড় ছাড়ছেন, তাে এই ঠাকুর ভাত খাচ্ছেন, তাে এই ঠাকুর আটকুড়ির বেটাদের গুষ্টির পিণ্ডি করছেন; এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা, বিদ্যা বিনা মরে যাচ্ছে। বােম্বায়ের বেনেগুলাে ছারপােকার হাসপাতাল বানাচ্ছে—মানুষগুলাে মরে যাক।... পাগলাগারদ দেশময়। ৭।৩০
******
পড়েছ, মাতৃদেবাে ভব, পিতৃদেবাে ভব’; আমি বলি, দরিদ্রদেবাে ভব'। দরিদ্র, মূখ , ৩০।৭
******
ইহাদের সেবাই পরমধর্ম জানিবে। ইহারাই তােমার দেবতা হউক-কাতর ,অজ্ঞানী নেতা হইতে যাইও না, সেবা কর। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন-সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইতেছে। ৬।৪৩২
******
যদি একজনের মনে—এ সংসার-নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দে ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য, এইতাে আজন্ম ভুগে দেখছি—বাকি সব ঘােড়ার ডিম। ৮।২০০
******
সাহায্য এই শব্দটি তােমরা মন হইতে মুছিয়া ফেল। সাহায্য তুমি করিতে পার না। এরূপ বলা ঈশ্বরের নিন্দা করা। তাঁহার কৃপাতেই তােমার অস্তিত্ব—তুমি কি মনে কর, তুমি তাঁহাকে সাহায্য করিতেছে? তুমি তাঁহার উপাসনা করিতেছ। ১।১৬৫
******
সকল উপাসনার সার—শুদ্ধচিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র, দুর্বল, রােগী—সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনিই যথার্থ শিবের উপাসনা করেন। যেব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করে, সে প্রবর্তকমাত্র। যে-ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে, তাহার অপেক্ষা যে-ব্যক্তি জাতি-ধর্মনির্বিশেষে একটি দরিদ্রকেও শিববােধ সেবা করে, তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। ৫|৩৬
******
গাঁয়ে গাঁয়ে যা, ঘরে ঘরে যা।...লােকহিত, জগতের কল্যাণ কর—নিজে নরকে যাও, পরের মুক্তি হােক।...যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন ভাল কাজের জন্য দেহত্যাগই শ্রেয়ঃ । ৭।৪৯
******
আমার কথা যদি শােন, তবে তােমাকে আগে তােমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তােমার বাড়ির কাছে, পাড়ার কাছে যত অভাবগ্রস্ত লােক রয়েছে, তােমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত, তাকে ঔষধ-পথ্য যােগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবাশুশ্রুষা করলে। যে খেতে পাচ্ছে না, তাকে খাওয়ালে। যে অজ্ঞান, তাকে—তুমি যে এত লেখাপড়া শিখেছ, মুখে মুখে যতদূর হয় শিখিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লােকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে। ৯।৩৩৫
******
ব্রহ্ম হ'তে কীট-পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তােমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। ৬।২৬৯
******

Post a Comment

0 Comments